বান্দরবান জেলাধীন লামা উপজেলার অন্তর্গত ১ নং গজালিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে ২০/১০/১৯৮৭ ইং খ্রিঃ জনাব মোঃ শাহাজাহান মিয়া, জোন কমান্ডার আলীকদম সেনানিবাস ও জনাব মোঃ রব্বানী, সাব জোন কমান্ডার, লামা আর্মি ক্যাম্প যৌথ ভাবে মৈত্রী কার্যক্রমের মাধ্যমে আর্থিক সহায়তায় এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি ও তৎকালীন ইউ.পি চেয়ারম্যান বাবু ¤্রাথোয়াই অং চৌধুরী ও দাতা সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় তাঁহারই স্বনামধন্য ছেলে প্রতিষ্ঠাতা বাবু থোয়াইনু অং চৌধুরী বিদ্যালয়ের জন্য জায়গা দান করেন যার উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পাশর্^বর্তি গজালিয়া বাজার, পুলিশ ফাঁড়ী, বৌদ্ধমন্দির ও ইউনিয়ন পরিষদ অবস্থিত আছে। বাবু অংসুইথোয়াই মার্মা প্রতিষ্ঠালগ্ন থেকে ৩১/১২/১৯৯৩ খ্রিঃ পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বরত ছিলেন। পরবর্তীতে বাবু মংক্যনু মার্মা প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে ১২/১২/১৯৯৯ ইং খ্রিঃ পর্যন্ত দায়িত্বরত ছিলেন। এরপর থেকে বাবু বিশ^নাথ দে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে অক্লান্ত প্ররিশ্রম ও ত্যাগের মাধ্যমে, দাতা সদস্য বাবু মংক্যচিং চৌধুরী, জনাব আব্দুল মালেক, জনাব অংচিংথোয়াই মার্মার আর্থিক সহায়তায় তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি জনাব সরু মিয়া, জনাব মোস্তাক আহম্মদ, জনাব মাহাতাব উদ্দিন খোকন, উচামং কারবারী, বাবু চচিমং হেডম্যান, বাবু সুই¤্রাঅং চৌধুরী, বাবু অংছাথোয়াই মার্মা, বাবু উহ্লামং কারবারী, বাবু এমংচিং মার্মা, জনাব আবুল কালাম আজাদ, জনাব মিজানুর রহমান সদস্যদের সু-পরিচালনা সহ সর্বোপরি বান্দরবান পার্বত্য জেলার স্বপ্নদ্রষ্টা, আধুনিক বান্দরবানের রুপকার শিক্ষার আদর্শে অনুপ্রাণিত যার হৃদয় সদা ব্যাকুল সেই মহৎ ব্যক্তিত্বের অধিকারী বান্দরবান ৩০০ নং আসনের মাননীয় সংসদ বাবু বীর বাহাদুর (উশৈসিং) এমপি বর্তমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় ও অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বাবু বাথোয়াইচিং মার্মা