• Gazalia High School - Slide
  • Gazalia High School - Slide
  • Gazalia High School - Slide

স্কুলের ইতিহাস


বান্দরবান জেলাধীন লামা উপজেলার অন্তর্গত ১ নং গজালিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে ২০/১০/১৯৮৭ ইং খ্রিঃ তারিখ জনাব মোঃ শাহাজাহান মিয়া, জোন কমান্ডার আলীকদম সেনানিবাস ও জনাব মোঃ রব্বানী, সাব জোন কমান্ডার, লামা আর্মি ক্যাম্প যৌথ ভাবে মৈত্রী কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।

তৎকালীন ইউ.পি চেয়ারম্যান বাবু ¤্রাথোয়াই অং চৌধুরীর সুযোগ্য সন্তান বাবু থোয়াইনু অং চৌধুরী (প্রতিষ্ঠাতা) বিদ্যালয়ের জন্য ১.৫ একর জায়গা দান করেন। যার উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বাবু ¤্রাথোয়াই অং চৌধুরীরসহ দাতা সদস্য বাবু মংক্যচিং চৌধুরী,  বাবু বিশ^নাথ দে, জনাব আব্দুল মালেক, বাবু অংচিংথোয়াই মার্মা’র সার্বিক সহযোগীতা বিদ্যালয়ের উন্নয়নে অপরিসীম ভূমিকা রাখে।

বাবু অংসুইথোয়াই মার্মা প্রতিষ্ঠালগ্ন থেকে ৩১/১২/১৯৯৩ খ্রিঃ পর্যন্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্বরত ছিলেন। পরবর্তীতে বাবু মংক্যনু মার্মা প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে ১২/১২/১৯৯৯ ইং খ্রিঃ পর্যন্ত দায়িত্বরত ছিলেন। এরপর থেকে বাবু বিশ^নাথ দে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়ে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে তৎকালীন পরিচালনা কমিটির সু-পরিচালনাসহ সর্বোপরি বান্দরবান পার্বত্য জেলার স্বপ্নদ্রষ্টা, আধুনিক বান্দরবানের রুপকার বান্দরবান ৩০০ নং আসনের মাননীয় সংসদ সদস্য বীর বাহাদুর (উশৈসিং) এম.পি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের সার্বিক সহযোগীতাসহ  অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বাবু বাথোয়াইচিং মার্মা’র সার্বিক সহযোগীতায় বর্তমান ”গজালিয়া উচ্চ বিদ্যালয়”।